ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আলোচনা সভা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:৪৩ এএম

টাঙ্গাইলের ঘাটাইলে নানা কর্মসূচি মধ্য দিয়ে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে গতকাল বুধবার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দিবসটি উপলক্ষে উপজেলা শহিদ মিনারের সামনে মুক্তিযোদ্ধাদের আয়োজনে আলোচনা সভা এবং মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহাবুবুল বাছিদ চান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আবু সাঈদ, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুর রহমান, ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ, শামছুল আলম মনি, এমদাদুল হক খান হুমায়ুন প্রমুখ।