বই পড়ার উপকারিতা
জুন ২৬, ২০২৫, ০৭:৩৫ এএম
আজকাল রিল, ইউটিউব শর্টস বা টিকটক ভিডিও দেখার ফাঁকে আমাদের চোখে পড়ে না আর বইয়ের পৃষ্ঠা। একটা বই পড়ে শেষ করতে সময় লাগে, ধৈর্য লাগে- আর সেটাই যেন এখনকার ব্যস্ত জীবনে বিলাসিতা! কিন্তু আপনি যদি জানতেন, নিয়মিত বই পড়ার কী অসাধারণ উপকারিতা- তাহলে হয়তো আবার তুলে নিতেন একটি বই, অন্তত...