রাজধানীর সূত্রাপুরের ডালপট্টি এলাকায় পুলিশের এনসিটিবি ইউনিট ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাংলা, ইংরেজি ও সহপাঠ বইয়ের বিপুল পরিমাণ নকল কপি উদ্ধার করেছে। এসব নকল বই অবৈধভাবে বাজারে বিক্রি করা হচ্ছিল। অভিযান চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় বাইন্ডিং কারখানার মালিক নাজমুলকে।
সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হেলালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশরাফ বুক বাইন্ডিং নামক একটি প্রতিষ্ঠান থেকে এসব নকল বই জব্দ করা হয়। অভিযান চলাকালীন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একটি পরিদর্শক টিম উপস্থিত ছিল।
নাজমুলের দেওয়া তথ্যে ভিত্তিতে পরবর্তীতে কোতোয়ালি থানাধীন মিম প্রেসে অভিযান চালিয়ে বেশ কিছু নকল বইয়ের ছাপা ফর্মা উদ্ধার করা হয়। এ সময় পুলিশ চারজন মেশিনম্যানকে আটক করে, তবে প্রেসের মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।
নাজমুল পুলিশের কাছে স্বীকার করেছে যে, এই নকল বই ছাপার সঙ্গে বিপ্লব ও সম্রাট নামে দুই ব্যক্তি জড়িত। পুলিশ বর্তমানে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত মেশিনম্যানরা পুলিশের কাছে জানিয়েছেন, নকল বই ছাপার জন্য বিপুল পরিমাণ কাগজ ও সরঞ্জাম সেখানে মজুদ ছিল। অভিযান শেষে এনসিটিবির কর্মকর্তারা সূত্রাপুর থানায় উপস্থিত হয়ে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন। বর্তমানে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্রে জানা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন