রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনায় এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে পথচারীরা ও আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
স্থানীয় হকার শামীম বলেন, ‘আমি হঠাৎ বিকট শব্দ শুনি, এরপর দেখি ধোঁয়া। তখন সবাই আতঙ্কে দৌড়াতে শুরু করে।’
চার্চের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, তারা দুজন অজ্ঞাতনামা ব্যক্তিকে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন।
ঘটনার বিষয়ে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, ‘ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।’
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন