বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০২:১৬ এএম

বাংলাদেশ-হংকং এশিয়ান কাপ বাছাই ম্যাচ

জয় পেতে আত্মবিশ্বাসী হামজা-শমিতরা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০২:১৬ এএম

জয় পেতে আত্মবিশ্বাসী হামজা-শমিতরা

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে দুই দলের ম্যাচটি। এই এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের মাধ্যমেই বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার উঠেছে। ইংলিশ লিগে খেলা দেওয়ান হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলায় ফুটবলে আগ্রহ বেড়েছে দর্শকদের। হামজার সঙ্গে কানাডা লিগে খেলা শমিত সোম, ইতালি-প্রবাসী ফাহামিদুল ইসলামরা বাংলাদেশের জার্সি গায়ে তুলেছেন। ফলে দক্ষিণ এশিয়া ফুটবলে এখন শক্তিশালী দলে পরিণত হয়েছে বাংলাদেশ। হামজা-শমিতদের ফুটবল নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দর্শক। বাংলাদেশকে জয় এনে দেওয়ার জন্য প্রস্তুত আলোচিত এই প্রবাসী ফুটবলাররা।

আগে হংকংকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। এবার অতীত ইতিহাস বদলে দিতে চায় তারা। আজ হংকংকের বিপক্ষে জিততে চান হামজা-শমিতরা। গত জুনে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বাছাইপর্বে নিজেদের মাঠে সেই ম্যাচে ২-১ গোলে হেরে যায় স্বাগতিকেরা। তবে এবার হারের হতাশা ভুলে জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা। সবার ভালোবাসার প্রতিদান হংকং ম্যাচে দিতে চান হামজা। সম্মিলিত প্রচেষ্টায় পৌঁছাতে চান লক্ষ্যে। তিনি বলেন, ‘আমরা কোচের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখিÑ বিশেষ করে আমি। আমার সঙ্গে কোচের সম্পর্ক খুব ভালো, আমি মনে করি, তিনি খুব বুদ্ধিমান একজন মানুষ। দলটা তরুণ এবং নতুন, তাই সবকিছু একসঙ্গে গাঁথা সহজ নয়। তবে নিজের, খেলোয়াড়দের এবং দলীয় বিশ্বাস থাকলে আমরা সঠিক কাজটি করতে পারব।’ সিঙ্গাপুরের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ নিয়েও কথা বললেন হামজা।

ওই ম্যাচে শেষ দিকে ফয়সাল আহমেদ ফাহিমের বক্সে ফাউলের শিকার হওয়ায় বাংলাদেশের পেনাল্টি পাওনা ছিল বলেও মনে করেন তিনি। হামজা বলেন, ‘আমাদের দিক থেকে আমরা মাঠে নেমেছিলাম এবং সর্বোচ্চ চেষ্টা করেছি। দিনটা আমাদের পক্ষে যায়নি। শেষ পর্যন্ত খেলা নির্ধারিত হয়েছে কিছু মুহূর্তের পারফরম্যান্স ও সিদ্ধান্তের ওপর। যেমন আমি বলেছি, আমরা দুটি অসাবধানী মুহূর্তে এমন গোল হজম করেছি, যা করা উচিত ছিল না। শেষ দিকে আমাদের একটা পেনাল্টিও দেওয়া উচিত ছিল।’ ওই ম্যাচের অন্তিম সময়ে গোলের ভালো সুযোগ নষ্ট করেছিলেন হামজা নিজেও। তবে এবার আর সুযোগ নষ্টের হতাশায় পুড়তে চান না তিনি। বললেন দেশে থাকা সময়টা উপভোগ করতে উন্মুখ হয়ে থাকার কথাও।

এদিকে, কানাডা থেকে উড়ে এসে দলের সঙ্গে যোগ দিয়েই বড় স্বপ্ন দেখালেন শমিত সোম। হংকংয়ের বিপক্ষে ম্যাচে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী কানাডার লিগে খেলা এই মিডফিল্ডার। শমিত বলেন, ‘আমি আশাবাদী, আমরা ভালো করতে পারি। ভালো খেলা হবে, তারা কঠিন দল। তাই দেখি কী রকম হয়।

তবে আমরা ভালো করতে পারি, দুই খেলায়ই জিততে পারি। প্রস্তুতি সবচেয়ে ভালো হবে, আমার কোনো সন্দেহ নেই। আমি খুব রোমাঞ্চিত। আশা করি, দেখা হবে স্টেডিয়ামে। (চোট নিয়ে) এখন ঠিক আছি।’ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের বৈতরণি পার হতে হংকং ম্যাচটি হামজাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে ‘সি’ গ্রুপের টেবিলে সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট ৪ করে। তিন ম্যাচে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে। বাছাই পেরোনোর নিভু নিভু স্বপ্নে নতুন প্রাণের সঞ্চার করতে ঘরের মাঠে এই ম্যাচে জয় ছাড়া তেমন কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!