শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১০:০৪ পিএম

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের কারাদণ্ড

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ১০:০৪ পিএম

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) নেতা মাইকেল চাকমার বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই রায় প্রদান করা হয়। একই মামলায় সুমন চাকমা নামের আরও একজনকে একই দণ্ড, অর্থাৎ ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজির ঘটনায় এ দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

জানা যায়, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময়, ২০০৭ সালের ৩০ অক্টোবর, নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় মামলাসহ হস্তান্তর করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিশেষ ট্রাইব্যুনাল-২, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, রাঙামাটি গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রায় প্রদান করেন। আদালত মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও হত্যার হুমকি ও চাঁদাবাজির অপরাধে আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে আদালত উভয় দণ্ড একত্রে কার্যকর হবে বলে রায় দেন।

অন্যদিকে, মামলার অপর আসামি সুমন চাকমাকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

তবে মাইকেল চাকমা গুম থাকায় তার বিরুদ্ধে রায় তৎক্ষণাৎ কার্যকর করা সম্ভব হয়নি।

Link copied!