যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গুলি, চাকু, স্টিলের হুক ও সেলাই রেঞ্জসহ রাসেল মুন্সি (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালের তৃতীয় তলা থেকে তাকে আটক করা হয়। রাসেল মুন্সি খুলনার দিঘলিয়া থানার সবুর মুন্সির ছেলে।
কোতোয়ালি মডেল থানার এসআই হামিদুর রহমান জানান, রাসেল মুন্সি হাসপাতালের তৃতীয় তলায় শপিং ব্যাগ হাতে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় হাসপাতালের দায়িত্বরত পুলিশের সদস্যরা তাকে আটকের পর পুলিশ বক্সে নিয়ে যান।
তিনি জানান, তল্লাশী করে তার কাছ থেকে থ্রি নট থ্রির ১টি গুলি, ১টি চাকু, স্টিলের ২টি হুক ও ৩টি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোন অপরাধের উদ্দেশ্যে তিনি হাসপাতালে ঘোরাফেরা করছিলেন।
যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মমিনুল হক বলেন, ‘গুলি, চাকু, স্টিলের হুক ও সেলাই রেঞ্জ নিয়ে রাসেল মুন্সি হাসপাতালে কেন এসেছিলেন তা জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

-20251210204727.webp)
-20251210194701.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন