গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, কলেজ শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন-বীর মুক্তিযোদ্ধা হাজী আফতাব উদ্দিন, মো. আলাউদ্দিন, আফাজ উদ্দিন সরকার, কফিল উদ্দিন, মফিজ উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান ও আমিনুল হক।
এ ছাড়া শ্রীপুর সরকারি কলেজের শিক্ষক সেলিম মোল্লা ও অধ্যাপক আব্দুল হান্নান শেখ, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন সরকারসহ আরও বহু ব্যক্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার শুরুতে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন-শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. আহসান কবির, আহ্বায়ক কমিটির সদস্য আবুল প্রধান, সাইফুল ইসলাম, খোকন প্রধান, রেজাউল কলিম খোকন, সাফায়েত হোসেন আকন্দ, বিল্লাল হোসেন প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন