প্রকাশ হচ্ছে তরুণ কবি আরফান হোসাইন রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘সুদিন ফিরে আসছে’। বইটি প্রকাশ করছে বর্ষা দুপুর প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন চিত্রশিল্পী পার্থ দিবস চৌধুরী।
বইটি রচিত হয়েছে যৌবনের মৃদু ব্যথা, সংসারের চাপা ক্লেদ, যাপিত জীবনের প্রেম-বিরহ ও নিঃশব্দ হাহাকারের অনুভব নিয়ে। কবিতার প্রতিটি পঙক্তিতে উঠে এসেছে জীবনের অনাকাঙ্ক্ষিত প্রত্যাশা আর ভেতরকার জমে থাকা একাকিত্বের কথা। পাঠকের চেনা সময়, হারিয়ে যাওয়া মুহূর্ত কিংবা চুপ করে থাকা ভালোবাসার প্রতিধ্বনি- সব মিলিয়ে বইটি হয়ে উঠতে পারে একজন মানুষের নৈঃশব্দ্যের ভাষ্য।
কবির ভাষায়, ‘সুদিন ফিরে আসছে’ এই বাক্যটি কোনো জরাজীর্ণ মানুষের অলীক আকাঙ্খা। সুদিন কখনো এসে পড়ে, কখনো পথ ভুলে যায়। আবার কখনো সুদিন কেবলই এক কল্পিত প্রত্যাশা হয়ে থেকে যায় জীবনের দীর্ঘশ্বাসে। মানুষ বারবার এই প্রত্যাশার হাত ধরে এগিয়ে চলে,হোঁচট খায়, ওঠে, আবার হাঁটে। এই বইয়ের প্রতিটি কবিতাগুলো সেই যাত্রারই একটি রূপক। এখানে শৈশবের সরলতা যেমন আছে, তেমনি আছে বার্ধক্যের নিঃসঙ্গতা; প্রেম আছে, আবার বিসর্জনও। আমি চেয়েছি নিজের ভেতরের অনুভবকে শব্দের পরতে পরতে ছুঁয়ে দিতে যাতে অন্য কেউ পড়ে নিজেরই ফেলে আসা কোনো মুহূর্তের মুখোমুখি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘খুব ছোট থেকেই কবিতার সঙ্গে আমার সখ্যতা। শব্দের কাছাকাছি থাকতেই আমি আনন্দ পাই। সেই আনন্দ নিয়েই যাপিত জীবনকে শব্দে বিন্যাস করার চেষ্টা করি। যদিও নতুন হিসেবে পাঠকের কাছে প্রত্যাশা প্রায় শূন্যের কোঠায় তবুও একটুকু বলতে পারি, কেউ স্থির মানসিকতা নিয়ে এই বইয়ের দু'চারটা কবিতায় চোখ বুলালে চোখ ফেরাতে পারবে না ইনশাআল্লাহ।’
প্রকাশক জানায়, বইটির প্রি-অর্ডার এরমধ্যেই শুরু হয়েছে রকমারি ডটকম-এ। একমাত্র পরিবেশক হিসেবে থাকছে স্টুডেন্ট ওয়েজ। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪০ টাকা। তবে প্রি-অর্ডারে ২৫ শতাংশ ছাড়ে ১৮০ টাকায় বইটি সংগ্রহ করতে পারবেন পাঠকরা।

 
                            -20250729181206.jpg) 
                                    

-20250707094723.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন