পৃথিবীর জন্য রহমত হয়ে প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হয়েছেন। তাকে ভালোবাসলেই আল্লাহর প্রিয় হওয়া যায়। তাই দুনিয়ার সবকিছু থেকে অধিক ভালোবাসতে হবে আমাদের প্রিয় নবীকে। এই ভালোবাসাকে আরও গভীর করতে প্রকাশিত হয়েছে সিরাতভিত্তিক নতুন বই ‘নবীজির প্রিয় ১০০’।
কুরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে লিখিত এ বইটিতে নবীজির প্রিয় খাদ্য, পোশাক, বাহন, পানি পানের পাত্র থেকে শুরু করে নবীজির প্রিয় সাহাবি, চাচা, স্ত্রী, নাতি-নাতনিসহ জীবনের নানা দিক এক মলাটে তুলে ধরা হয়েছে। এমনকি ইন্তেকালের পরও তিনি কোন স্ত্রীর কথা স্মরণ করে অশ্রুসিক্ত হয়েছেন, কোন প্রিয়জনকে কষ্ট দিলে তিনি কষ্ট পাবেন বলে ঘোষণা দিয়েছেন, এসব তথ্যও স্থান পেয়েছে বইটিতে।
‘নবীজির প্রিয় ১০০’ কেবল একটি তথ্যনির্ভর গ্রন্থ নয়; বরং এটি পাঠকের হৃদয়কে নবীপ্রেমে ভরিয়ে তোলার এক অনন্য প্রয়াস। কুরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে বইটি প্রস্তুত করা হয়েছে, যা পাঠককে দেবে এক নতুন অভিজ্ঞতা।
নবীপ্রেমে সিক্ত এ গ্রন্থে গল্পের ভঙ্গিতে হাদিস ও ঐতিহাসিক দলিল তুলে ধরা হয়েছে, যেন পাঠক সহজে নবীজির ব্যক্তিগত জীবনযাপনের রসায়ন অনুভব করতে পারেন।
বইটির প্রকাশনা প্রতিষ্ঠান তাজদিদ পাবলিকেশন লিমিটেডের চেয়ারম্যান আহমাদ রিফআত বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাপিত জীবনই মানবতার শান্তি ও মুক্তির সংবিধান। মুসলিম উম্মাহর পরিপূর্ণ আদর্শ। মুমিনজীবনের আয়না।
তার প্রতিটি কথা, কাজ, পছন্দ-অপছন্দ, আচার-অভ্যাস ও মৌন সম্মতিই ছিল আমাদের জন্য বিধান ও শিক্ষা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আশেকে রাসুল দাবি করলেও জানি না, কোন কাজগুলো ছিল তাঁর প্রিয় ও পছন্দের; কোন বিষয়গুলো তিনি ভালোবাসতেন।
‘নবীজির প্রিয় ১০০' বইটি এই দৃষ্টিকোণ থেকে বাংলাভাষীদের জন্য একদমই ব্যতিক্রমী প্রয়াস; সন্দেহ নেই। বইটি শুধু ইতিহাস বা সিরাতের ধারাবাহিক বর্ণনা নয়; বরং নবী-জীবনের নানামুখী বর্ণচ্ছটায় তৈরি সুবিন্যস্ত এক পুষ্পস্তবক। পাঠকমাত্রই বইয়ের পাতায় পাতায় আবিষ্কার করবেন নবীজির প্রিয় ও পছন্দের কাজ; থরে থরে সাজানো ভালোবাসার দাস্তান। বইটি পাঠকদের উদ্বেলিত করবে, নিশ্চিত। প্রাঞ্জল ভাষা, দলিলিক বর্ণনা ও হৃদয়গ্রাহী উপস্থাপনা বইটিকে দিয়েছে এক অনন্য মাত্রা। প্রতিটি ঘর, মসজিদ, মাদরাসা, খানকা ও মজমায় বইটি পাঠ্য হয়ে উঠবে, ইনশাআল্লাহ।
লেখক মুফতি আবদুল্লাহ তামিম হাফিজাহুল্লাহকে কৃতজ্ঞতা জানাই। বইটির লেখক হিসেবে কেবল তারই নয়, ইসলামি সাহিত্যেও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। তার অক্লান্ত পরিশ্রমের ফসল ‘নবীজির প্রিয় ১০০' আজ আমরা আপনাদের হাতে তুলে দিতে পারছি; আনন্দের সীমা নেই। যারা বইটিকে নিখুঁত ও নির্ভুল করার পিছনে শ্রম দিয়েছেন, তাদেরকেও শুকরিয়া। আল্লাহ সকলকে উত্তম জাজা দান করুন, আমিন।
তাজদিদ পাবলিকেশন থেকে মহামূল্যবান এই কাজটি প্রকাশ করতে পেরে আমরা আপ্লুত ও কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। আশা করছি, বইটি পাঠকদের হৃদয় জয় করবে।
গ্রন্থটির লেখক মুফতি আবদুল্লাহ তামিম ভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স, আলিয়া থেকে তাফসিরে কামিল ও কওমি মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেন। কর্মজীবন শুরু করেন কুমিল্লা জামিয়া মাদানিয়া রওজাতুল উলুমের শিক্ষাসচিব হিসেবে। বর্তমানে সময় টেলিভিশনের ইসলাম বিভাগ প্রধান হিসেবে কর্মরত আছেন তামিম।

 
                             
                                    -20250203123554.webp)
-20250915041729.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন