ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:৪১ এএম

ঢাকার ধামরাইয়ে সাবেক মন্ত্রী কামাল মজুমদারের পরিত্যক্ত খামারবাড়ির পুকুর থেকে তন্ময় দাস (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বুধবার উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় সাবেক মন্ত্রী কামাল মজুমদারের প্রকল্পের খামারবাড়ির পুকুর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তন্ময় দাস গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা তপন কুমার দাসের ছেলে।

নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার বিকেলে তন্ময় দাস তার দুই বন্ধুকে নিয়ে কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় সাবেক মন্ত্রী কামাল মজুমদারের প্রকল্পের ভিতরে বেড়াতে যায়। রাতে সে আর বাড়ি ফিরেনি। পরে গতকাল তন্ময়ের মরদেহ প্রকল্পের ভিতরে পুকুরের পানিতে ভেসে ওঠে।