গাজীপুরের শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. জাহাঙ্গীর আলম। গতকার বুধবার দুপুরে শ্রীপুরের একটি রিসোর্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় শ্রীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি ডা. জসিমউদ্দিন, সদর উপজেলার নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল বারী প্রমুখ। মতবিনিময় সভায় ড. জাহাঙ্গীর আলম বলেন, এবারের নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যমুক্ত ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। এ পথে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সমাজের আয়না, নির্বাচনে সব কিছু সবার আগে আপনাদের চোখেই ধরা পড়ে।

