বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী সংগীতানুষ্ঠান। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শিরোনামের ওই অনুষ্ঠান থেকে সারাদেশে বাউল-ফকিরদের ওপর আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত ত্রৈমাসিক পত্রিকা ‘সাইরেন’ আয়োজিত অনুষ্ঠানের অন্যতম বিষয়বস্তু ছিল- ‘সারাদেশে বাউল ও ফকিরদের ওপর সহিংসতা, জোর করে চুল কেটে দেওয়া, ভিন্নমতের ওপর আক্রমণ ও মাজার-দরবার ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ।’
সাংস্কৃতিক সংগঠন ‘কোরাস'’র গানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গান পরিবেশন করেন আনান বাউল, ইন্দ্রানী সোমা, অরূপ রাহী, আকাশ গায়েন, সুখলাল রায়, ঐক্য জিৎ, লাউ ব্যান্ডসহ অনেক ব্যান্ড ও শিল্পীরা।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডাকসু সদস্য হেমা চাকমা বলেন, দেশব্যাপী ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতায় লালনের দর্শন হতে পারে একটি পাথেয়। লালনের চিন্তাধারা উপলব্ধির মাধ্যমে মানবধর্ম প্রতিষ্ঠা করে একটি সুস্থ ও সহনশীল সমাজ প্রতিষ্ঠায় আমাদের এগিয়ে আসতে হবে।