বরগুনায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। বিআরটিএর সহকারী পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাসলিমা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস ও অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট সজল চন্দ্র শীল। এ ছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি মিজ্ তাসলিমা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনা পরিবারকে শুধু প্রিয়জনের শোকই দেয় না, আর্থিকভাবেও বিপর্যস্ত করে। সরকার এই সহযোগিতার মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত পরিবারের কষ্ট কিছুটা লাঘব করতে চায়।

