ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:১৪ এএম

বগুড়ার ধুনটে বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি চলাকালীন সময়ে দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন তরফদারকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে পৌর শহরের জিঞ্জিরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন তরফদার ওই এলাকার মৃত আজাহার তরফদারের ছেলে। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ছিলেন। এর আগেও তিনি দুইটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ভোগ করে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মিসভা চলাকালীন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা কর্মিসভায় ককটেল বিস্ফোরক ঘটিয়ে পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে আহত করে।