ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ। সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো শামীম রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শামীম রহমান বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসছে নির্বাচন সঠিকভাবে শেষ করব। সাধারণ মানুষ যাতে সব সময় আইনের সাহায্য পায় তার জন্য কাজ করতে হবে এবং বিভিন্ন উন্নয়ন কর্মকা-ে যাতে দুর্নীতি না তার দিকেও খেয়াল রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, লালমোহনের সহকারী কমিশনার ভূমি মো. রেজওয়ানুল হক, থানা ওসি মো. অলিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাছনাইন আহমেদ প্রমুখ।

