ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

ইয়াবাসহ গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:১৬ এএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা এলাকা থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ জামশার একটি তিনতলা ভবনের তৃতীয় তলার ভাড়া ফ্ল্যাটে অভিযান চালানো হয়। অভিযানের সময় মাসুদকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। অভিযানের নেতৃত্বদানকারী এসআই পার্থ শেখর ঘোষ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়। গ্রেপ্তার মাসুদ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে। সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।’