নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। মাদক নির্মূলে চলমান কর্মকা-ের অংশ হিসেবে গত বুধবার রাত প্রায় ২টা ৪০ মিনিটে ওসি মো. সবজেল হোসেনের সার্বিক নির্দেশনায় র্যাপিড রেসপন্স টিম-৫ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গভীর রাতে টহলরত অবস্থায় গোপাল নগর বাজার এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে থামার নির্দেশ দেওয়া হয়। তারা পালানোর চেষ্টা করলে পুলিশ দ্রুত ধাওয়া করে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ ও শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিউটিরত কর্মকর্তা এসআই মোহাম্মদ রোকন আলীসহ র্যাপিড রেসপন্স টিম-৫ এর অন্যান্য সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেনÑ রূপগঞ্জের গোপালনগর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ওয়াসিম (৩৬) এবং শিমুলিয়া গ্রামের মো. সুকেন্দ্র উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৬)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। গভীর রাত কিংবা ভোরে সুযোগ বুঝে বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজা সরবরাহ করত তারা।
রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। যুব সমাজকে রক্ষা এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

