ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও ও ওসির মতবিনিময় সভা

দুলাল সরকার, বেলাব
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:২৫ এএম

নরসিংদীর বেলাব উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া ও বেলাব থানার ওসি (ভারপ্রাপ্ত)  এস এম আমানউল্লাহর বেলাবয় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আগে বেলাব প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বেলাব প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন নীলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, নরসিংদী জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, নরসিংদী জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদ, বেলাব প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. স্বপন মাহমুদ, সাবেক সভাপতি শেখ আ. জলীল, বেলাব প্রেসক্লাবের অর্থ সম্পাদক আলমগীর পাঠান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. রমজান আলী জুয়েল, দপ্তর সম্পাদক মো. আলি হোসেন, সদস্য দিদার হোসেন পিন্টু, রুমেল আফ্রাদ রুবেল, মো. এমাদ হোসেন, মো. বাদল মিয়া, রেজাউল আলম বিপ্লব, শফিকুল ইসলাম, ফয়সাল আহমেদ আব্দুল্লাহ, শাহিনূর আক্তার, মো. হালিম মিয়া প্রমুখ।

বেলাব থনার ওসি (ভারপ্রাপ্ত) এস এম আমানউল্লাহ বলেন, বেলাববাসীর নিরাপত্তা ও শান্তি বজায় রাখাই হবে আমার মূল লক্ষ্য। সাংবাদিক সমাজের সহযোগিতা পেলে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ, সুষ্ঠুভাবে নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব বলে সভায় অবগত করেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চান।