ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

হল্যান্ড ম্যাজিকে সিটির বড় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৫০ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে মাত্র তিন মিনিটের ব্যবধানে ২ গোল করেন আর্নিং হল্যান্ড। তার নৈপুণ্যে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বার্নলিকে ৫-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। তবে খেলার পজেশন ধরে রাখায় এবং আক্রমণে দাপট দেখালেও ফিনিশিংয়ে ব্যর্থতা ম্যাচের অনেকটা সময় ভোগাল সিটিকে। সৌভাগ্যের ছোঁয়ায় তারা উপহার পায় দুটি আত্মঘাতী গোল। শেষ দিকে হলান্ডের ম্যাজিকে জয়ের পথে ফিরল কোচ পেপ গুয়ার্দিওলার দল।

ম্যাক্সিম এস্তেভ দুটি আত্মঘাতী গোল করে সিটিকে এগিয়ে দেন। শুরুর দিকে তার আত্মঘাতী গোলের পর প্রথমার্ধেই সমতা ফেরান জেইডন অ্যান্থনি। দ্বিতীয়ার্ধে মাথেউস নুনেস আবার সিটিকে লিড এনে দেওয়ার পর নিজের দ্বিতীয় আত্মঘাতী গোল করে বসেন এস্তেভ। শেষ সময়ে জোড়া গোলের আনন্দে মাতেন হলান্ড। ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে উঠেছে সিটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে বার্নলি। গত রাউন্ডে আর্সেনালের সঙ্গে ১-১ ড্র করা সিটি জয়ে ফেরার লক্ষ্যে দ্বাদশ মিনিটে এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে জেরেমি ডোকুর শট গোলরক্ষক ঠেকানোর পর ফিল ফোডেনের প্রচেষ্টা বার্নলি ডিফেন্ডার এস্তেভের পায়ে লেগে জালে জড়ায়। ২৫ মিনিটে ডোকুর আরেকটি শট ঠেকান বার্নলি গোলরক্ষক। ৩৮ মিনিটে সমতায় ফেরে বার্নলি। কাছ থেকে অ্যান্থনির শট সিটির রুবেন দিয়াসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। আক্রমণে ছড়ি ঘোরানো সিটি ৬১ মিনিটে আবার এগিয়ে যায়। বক্সে হলান্ডের হেড পাসে জোরাল ভলিতে লক্ষ্য ভেদ করেন নুনেস। চার মিনিট পর সিটির ব্যবধান বাড়ে এস্তেভের দ্বিতীয় আত্মঘাতী গোলে।

ডান দিক থেকে নুনেসের শট ক্লিয়ারের চেষ্টায় এই ফরাসি ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়। প্রিমিয়ার লিগের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে দুটি আত্মঘাতী গোল করলেন তিনি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের প্রথম গোলটি করেন হলান্ড। ডোকুর পাস পেয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে জালে পাঠান তিনি। যোগ করা সময়ে তৃতীয় মিনিটে প্রতিপক্ষের হেডে বল পেয়ে বক্সে ঢুকে দলের পঞ্চম গোলটি করেন নরওয়ের তারকা। আসরের সর্বোচ্চ গোলদাতা হলান্ডের নামের পাশে এখন ৮ গোল।