আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকায় হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এই বিশ্বকাপের কাউন্টডাউন এগোতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে নিউজিল্যান্ডের মতো শিরোপার দাবিদার দলগুলো ইতোমধ্যে ব্যস্ত সূচির মধ্যে নিজেদের স্কোয়াড, কন্ডিশন মানিয়ে নেওয়া ও কৌশল চূড়ান্ত করার ঘষামাজায় নেমেছে। যে যেভাবে পারে, বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ খেলিয়ে দলকে প্রস্তুত করে তুলছে। কিন্তু এই ব্যস্ততার মধ্যেই একেবারে বিপরীত চিত্র বাংলাদেশের। বিশ্বকাপের আগে তারা খেলবে না একটিও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ সিরিজ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়, যার আগে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে হার। এরপর আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি নেই টাইগারদের জন্য। প্রস্তুতির মূল ভরসা এবার শুধুই বিপিএল, যা শুরু হবে ২৬ ডিসেম্বর এবং বিশ্বকাপের মাত্র দুই সপ্তাহ আগে শেষ হবে; ফেব্রুয়ারির ৭ তারিখে ভারত ও শ্রীলঙ্কায় বসবে বিশ্বকাপের আসর। বিপিএল প্রতিযোগিতামূলক হলেও আন্তর্জাতিক ক্রিকেটের চাপ, পরিবেশ বা ভারত-শ্রীলঙ্কার কন্ডিশন তা পুরোপুরি তৈরি করে দিতে পারে না। ২০২৫ সালে বাংলাদেশ ৩০টি টি-টোয়েন্টি খেলে ১৫টি জয় পেলেও ধারাবাহিকতা এখনো বড় সমস্যা। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সিরিজ জয় যেমন আশা জাগিয়েছে, তেমনি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের ধাক্কা ও পাকিস্তানের কাছে বড় পরাজয় আবার হতাশ করেছে। এশিয়া কাপে সুপার ফোরে উঠলেও সেখান থেকে আর এগোতে পারেনি দল। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক সূচির দিক থেকে স্পষ্টই বোঝা যায়, শিরোপার দাবিদার বড় দলগুলো খেলেই আত্মবিশ্বাস তৈরি করতে চায় আর কিছু দল আবার কোনো আন্তর্জাতিক ম্যাচ ছাড়াই নামবে।
বিশ্বকাপের আগে দলগুলোর টি-টোয়েন্টি সূচি
আফগানিস্তান: কোনো টি-টোয়েন্টি নেই
অস্ট্রেলিয়া: জানুয়ারির শেষে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি (সম্ভাব্য)
বাংলাদেশ: কোনো টি-টোয়েন্টি নেই
ইংল্যান্ড: জানুয়ারি-ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় তিনটি টি-টোয়েন্টি
ভারত: ডিসেম্বর ২০২৫: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি (হোম)
জানুয়ারি ২০২৬: নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি (হোম)
আয়ারল্যান্ড: কোনো টি-টোয়েন্টি নেই
নিউজিল্যান্ড: জানুয়ারিতে ভারতের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
পাকিস্তান: জানুয়ারি ২০২৬: শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
জানুয়ারির শেষ ভাগে: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি (হোম, সম্ভাব্য)
দক্ষিণ আফ্রিকা: ডিসেম্বর ২০২৫: ভারতের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি (অ্যাওয়ে)
জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৬: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি (হোম)
শ্রীলঙ্কা: জানুয়ারি ২০২৬: পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি (হোম)
জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৬: ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি (হোম)
ওয়েস্ট ইন্ডিজ: জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৬: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি (হোম)
জিম্বাবুয়ে: কোনো টি-টোয়েন্টি নেই

