ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০২:৪৬ পিএম
ছবি-সংগৃহীত।

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম (২৫) হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত সবাইকে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকালে আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ। 

বিষয়টি গণমাধ্যমক নিশ্চিত করেছেন আদালতের পেশকার মো. মনোয়ার হোসেন।

মামলার রায়ের সময় সরকারি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পারধুন্দিয়া গ্রামের হায়দার আলীর ছেলে খাজা মিয়া ও অপর ছেলে বসু মিয়া, হরিনাথপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে এনামুল হক, দরগাপাড়া গ্রামের মৃত মজিবর শেখের ছেলে মুজাহিদ শেখ, মাদারদহ পূর্বপাড়া গ্রামের আব্দুর রহমান প্রধানের ছেলে সাইফুল ইসলাম এবং সাঘাটা উপজেলার রামনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে  মিলন সরকার। 

এছাড়া মামলার ৭ নম্বর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আসামিদের কেউ আদালতে ছিলেন না। সকলেই পলাতক।