নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি ১০ পাইপ এলাকায় নতুন ইনডোর ক্রীড়া মঞ্চ ‘সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সেভেন স্টার এরিনা স্পোর্টস জোনের পরিচালক নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি।
প্রধান অতিথি মশিউর রহমান রনি বলেন, ‘যুবসমাজের উন্নয়ন ও সৃজনশীলতার বিকাশে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। নারায়ণগঞ্জের যুবকরা যেন মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকে, সে লক্ষ্যে আমাদের সচেতন হতে হবে। যুবদের জন্য সুস্থ বিনোদন, খেলাধুলা ও শিক্ষামূলক কার্যক্রম তৈরি করা অত্যন্ত জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বদা যুবসমাজের কল্যাণ ও মাদকবিরোধী আন্দোলনের পাশে আছেন। আমরা তার নির্দেশনা ও দিকনির্দেশনা মেনে এলাকার যুবসমাজকে সুস্থ, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের দিকে এগিয়ে নেব।’
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে-র সাংগঠনিক সম্পাদক ড. আতাউর রহমান। তিনি বলেন, ‘ক্রীড়া শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, মানুষের মধ্যে মননশীলতা, দলগত বন্ধুত্ব ও নৈতিকতার বিকাশ ঘটায়। আশা করি, এই ইনডোর মাঠটি নারায়ণগঞ্জের ক্রীড়া পরিবেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।’
উদ্বোধনের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বাইতুল আলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার ক্রীড়াপ্রেমী ও যুবসমাজের বিপুল অংশ, যারা অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন। পরে সেভেন স্টার এরিনা স্পোর্টস জোন বনাম ড্রিম গ্রাউন্ড দলের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দর্শক ও খেলোয়াড় উভয়ের কাছে আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে।