বান্দরবানের থানচি-আলীকদম সড়কে মোটরসাইকেল গভীর খাদে পড়ে অজয় বড়ুয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সড়কের ১৬ কিলোমিটার এলাকার দামতোয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। অজয় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চিপু বড়ুয়ার ছেলে।
স্থানীয়দের ভাষ্য, অজয় বড়ুয়া মোটরসাইকেলে ওই স্থানে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. হাসান বলেন, থানচিমুখী সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর পর পাহাড়ের গভীর খাদে পড়ে ঘটনাস্থলেই অজয়ের মৃত্যু হয়। পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

