ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

কথা কাটাকাটির জেরে যুবকের বুকে রড ঢুকিয়ে হত্যা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ১০:২৬ পিএম
নিহত ফরহাদ হোসেন। ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর বাজারে কথাকাটাকাটির জেরে ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে বুকে রড ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন এবং সাইকচাইল গ্রামের মোবারক হোসেনের ভাতিজা দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির সহকারী হিসেবে এক সঙ্গে কাজ করে আসছিলেন। ঘটনার দিন লক্ষণপুর বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোবারক হোসেনের ভাতিজা ক্ষিপ্ত হয়ে ফরহাদ হোসেনের বুকের মধ্যে রড ঢুকিয়ে দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফরহাদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, ‘লক্ষণপুর বাজারে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’