ফেনীর সোনাগাজীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও ধানের শীষের প্রচারণা জনমত গঠনের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের বিভিন্ন জনবহুল স্থান, বিভিন্ন পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকনের নেতৃত্বে নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি তুলে ধরছেন ভোটারদের কাছে।
ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন বলেন এই ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা। এ ধরনের জনসংযোগমূলক কার্যক্রমের মাধ্যমে ধানের শীষকে জনগণের মধ্যে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলাই আমাদের মূল লক্ষ্য।
এ সময় বিএনপি নেতা, সাইফুল ইসলাম লিটন, বাবুল কোম্পানি, নুর নবীসহ স্থানী বিএনপি, কৃষক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।