গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে নিখোঁজ বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিবুল্লাহ (৬০) মিয়াজীকে পঞ্চগড় থেকে শিকল দিয়ে হাত পা-বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে পঞ্চগড়ের হিলিবোর্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আজাদি আন্দোলনের বাংলাদেশের আমির আতাউর রহমান বিক্রমপুরী।
তিনি জানান, পঞ্চগড়ের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মো. হোসেন তাকে ফোন করে জানান যে, বৃহস্পতিবার ভোরে পঞ্চগড়ের হিলিবোর্ড বাজার এলাকায় একটি গাছের সাথে শিকল দিয়ে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় মাওলানা মহিবুল্লাহকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয় মুসল্লিরা জানান, মাওলানা মহিবুল্লাহ চলমান সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থি সংগঠনের কার্যক্রম নিয়ে জুমার খুতবায় বয়ান করার পর থেকে ১২ বার চিঠি দিয়ে তাকে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে গত ২১ অক্টোবর পুনরায় তাকে হুমকি দেওয়া হয়। এরপর ২২ অক্টোবর (বুধবার) সে নিখোঁজ হয়।
নিখোঁজের ঘটনায় মাওলানা মো. মহিবুল্লাহর ছেলে মো. মোহামুদুল্লাহ বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. অহিদুজ্জামান জানান, মাওলানা মহিবুল্লাহকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা সেখান থেকে নিয়ে আসবে।