ঢাকা বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

অফিসে ‘ধূমপান’ করা সেই প্রকৌশলীর বড়লেখায় অসদাচরণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ১০:০৫ এএম
অফিস সময়ে ওপেন ধূমপান করে ভাইরাল উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম। ছবি- সংগৃহীত

কুলাউড়ায় অফিস সময়ে ওপেন ধূমপান করে ভাইরাল সেই উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম ৮ আগস্ট বড়লেখা উপজেলা প্রকৌশলী হিসাবে যোগদান করেছেন।

এরই মধ্যে তার বিরুদ্ধে নতুন কর্মস্থলে তাকে অফিস সময়ে না পাওয়া ও সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠেছে।

জানা গেছে, দুই বছর আগে তারেক বিন ইসলাম কুলাউড়া উপজেলা প্রকৌশলী হিসাবে যোগদান করেন। প্রতিদিনই সরকারি অফিস কক্ষে প্রকাশ্যে নির্দ্বিধায় সিগারেট টানতেন এ কর্মকর্তা। প্রায়ই দেখা যেত- তার এক হাতে সিগারেট, অন্য হাতে ঠিকাদার ও সেবাগ্রহীতাদের ফাইল দেখছেন ও সই করছেন।

সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রকৌশলীর কক্ষে গেলে সিগারেটের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ত। অফিসে যত লোকই থাকুক না কেনো তিনি সবার সামনেই ধূমপান করেই যেতেন।

এলজিইডি ৪ আগস্ট কুলাউড়া থেকে তাকে বড়লেখায় বদলি করা হয়। ৮ আগস্ট তিনি বড়লেখায় যোগদান করেন।

সোমবার উপজেলার দাসেরবাজারের পানিসাওয়া গ্রামের একজন অবসরপ্রাপ্ত হাইস্কুল শিক্ষক সম্পত্তির ভেল্যুয়েশন সার্টিফিকেট নিতে গেলে তিনি ওই শিক্ষকের সঙ্গে অসদাচরণ করেন। আরও কয়েকজন সেবাপ্রার্থী অভিযোগ করেন অফিসে গেলে তাকে পাওয়া যায় না। পাওয়া গেলে চরম উগ্র ব্যবহার করেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম জানান, ৮ আগস্ট তিনি বড়লেখায় যোগদান করেছেন। অফিসে বসে তিনি সিগারেট পান করেন না এবং কারও সঙ্গে অসদাচরণও করেননি।