ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বদলগাছী উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০১:৪৪ পিএম
বদলগাছী উপজেলা শাখার ছাত্রলীগ সভাপতি সুমন হোসেন। ছবি: ফেসবুক

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বদলগাছী উপজেলা শাখার সভাপতি সুমন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার সেনপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন হোসেন সেনপাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুমন আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি অংশকে নিয়ে এলাকায় সহিংসতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিলেন বলে গোপন তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরে বদলগাছী থানা পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

সুমন হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান।

তিনি বলেন,“আমাদের কাছে তথ্য ছিল সুমন হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।”

পুলিশের ধারণা, আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে ওই গ্রুপ সক্রিয় হচ্ছিল।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, সম্প্রতি এলাকায় রাজনৈতিক কোন্দল বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

উল্লেখ্য, ছাত্রলীগের নাম ব্যবহার করে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় রাজনৈতিক নেতারা আগেও সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন।