ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

পাবিপ্রবির ভিসি ড. হাফিজা খাতুনের পদত্যাগ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৪:০৭ পিএম
ভিসি ড. হাফিজা খাতুন। ছবি: রূপালী বাংলাদেশ

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাফিজা খাতুন পদত্যাগ করেছেন। তিনি বুধবার (২১ আগস্ট) দুপুর মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর বরাবর এ পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুই বছর চার মাস ১০ দিন দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন। পদত্যাগে তিনি কি উল্লেখ করেছেন তা
জানা যায়নি। এ ব্যাপারে তাকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, সদ্য সাবেক ভিসির পিএস তাকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি অবহিত করেন। এর আগে মঙ্গলবার ভোরে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

সেখানে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি তার ব্যবহার্য সমস্ত কিছু নিয়ে বাসা ত্যাগ করেন। তখন থেকেই ক্যাম্পাসে গুঞ্জন ওঠে ভিসি পদত্যাগ করছেন।

২০২২ সলের (১১ এপ্রিল) ড. হাফিজা খাতুন এর নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। তিনি তার পর দিন ১২ এপ্রিল পাবিপ্রবিতে যোগদান করেন।

এর আগে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত ১০ আগষ্ট সাবেক প্রক্টর ড. মো. কামাল হোসেন এবং ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেন পদত্যাগ করেন। এরপর পুরো প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১৪ আগস্ট নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয় ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানা কে। একই সাথে ইন্টারন্যাশনাল কমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইমরান হোসেনকে ছাত্র উপদেষ্টা করা হয়। ড. হাফিজার পদত্যাগে কাউকে উল্লাস করতে দেখা যায়নি।