ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

সোনার বাংলা ফাউন্ডেশনের সঙ্গে ডিএনসিসির চুক্তি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০১:২৪ পিএম
ছবি- সংগৃহীত

কিডনি রোগে আক্রান্ত রোগীর যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বল্প মূল্যে ডায়ালাইসিস সুবিধা প্রদানে সোনার বাংলা ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানস্থ নগর ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোহাম্মদ মামুন-উল-হাসান এবং সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও সিওও আসাদুল ইসলাম নিজ নিজ সংস্থার পক্ষে স্বাক্ষর করেন। প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এবং সভায় সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

সমঝোতা স্মারক অনুযায়ী, মহাখালীর ডেডিকেটেড কোভিড হাসপাতালে প্রথম পর্যায়ে ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। এসব ইউনিটে স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা প্রদান করা হবে। পরবর্তী ধাপে এটি বিশ্বমানের কিডনি চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপন সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতাল হিসেবে রূপান্তরিত হবে।

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রস্তাবিত ৫০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টারকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তরের লক্ষ্যে ডিএনসিসি সব ধরনের সহায়তা প্রদান করবে। সোনার বাংলা ফাউন্ডেশনের সঙ্গে এ অংশীদারিত্ব কিডনি চিকিৎসা এবং ডায়ালাইসিস সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে একটি মাইলফলক পদক্ষেপ।

তিনি আরও বলেন, পৃথিবীর বহু শহরে জনকল্যাণমূলক কাজ ফিলানথ্রপিক মডেলের মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত হয়েছে। অথচ আমাদের এই শহরে এ ধরনের উদ্যোগের অভাব কষ্টের বিষয়। ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলতে কর্ডোরেট স্বার্থ এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর এক ধরনের নেক্সাস দায়ী।

সোনার বাংলা ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও সিওও আসাদুল ইসলাম উপস্থাপনার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ফাউন্ডেশনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ডিএনসিসি হাসপাতালে নতুন সেবা চালুর রূপরেখা তুলে ধরেন। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তাঁর সূচনা বক্তব্যে এ উদ্যোগের পটভূমি ব্যাখ্যা করেন এবং সোনার বাংলা ফাউন্ডেশনের মহতী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।