ই-লজিস্টিকস খাতের স্বনামধন্য নাম স্টেডফাস্ট কুরিয়ার অষ্টম বছর পেরিয়ে নবম বছরে পদার্পন করেছে। এ উপলক্ষ্যে নানান আয়োজনে নিজেদের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্টেডফাস্ট।
সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ঝিগাতলায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ দেশব্যাপী স্টেডফাস্টের সকল শাখা কার্যালয়ে কেক কাটা হয়।
নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে মার্চেন্ট, গ্রাহক এবং রাইডারসহ শুভানুধ্যায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্টেডফাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কে এম রিদওয়ানুল বারী জিওন।
উল্লেখ্য, বর্তমানে দেশের প্রতিটি জেলায় কার্যক্রম পরিচালনা করছে স্টেডফাস্ট। উপজেলা পর্যায়েও রয়েছে প্রতিষ্ঠানটির কার্যালয়। নিজস্ব যান্ত্রিক বহর এবং দক্ষ কর্মীর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে পার্সেল ডেলিভারি করে মার্চেন্টদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে স্টেডফাস্টের প্রায় ২২ হাজার কর্মী রয়েছে।