লিওনেল মেসির বিদায় নিয়ে আবেগঘন বার্তা দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি শুধু মেসিকে নিয়ে নন, প্রশংসায় ভাসিয়েছেন মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকেও।
আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, মেসি ও রোনালদো দুজনই ফুটবলের ইতিহাসে নিজেদের জায়গা করে নিয়েছেন তাদের অসাধারণ প্রতিভা ও কঠোর পরিশ্রম দিয়ে।
তিনি বলেন, মেসি হোক বা ক্রিশ্চিয়ানো, তারা নিজেদের প্রতিভা দিয়ে ক্যারিয়ার গড়ে তুলেছেন, তাই আজও তারা শীর্ষ পর্যায়ে টিকে আছেন। এই বয়সে এসেও তারা যে মানের ফুটবল খেলছেন, তা সত্যিই অবিশ্বাস্য।
এটা সম্ভব হয়েছে তাদের নিজেদের প্রতি যত্নবান হওয়ার কারণে এবং ঈশ্বরপ্রদত্ত প্রতিভার জোরে।
এদিকে মেসির সম্ভাব্য আন্তর্জাতিক বিদায়ের গুঞ্জন নিয়ে স্কালোনি আর্জেন্টিনার সমর্থকদের প্রতি একটি সহজ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, চলুন, আমরা তাকে উপভোগ করি, যতদিন তিনি আছেন। এরপর যা হওয়ার, তাই হবে।
স্কালোনি আরও বলেন, আন্তর্জাতিক ফুটবল থেকে কখন অবসর নেবেন, সেই সিদ্ধান্ত পুরোপুরি মেসির নিজের। তিনি বলেন, খেলা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।
মেসি এই অধিকার অর্জন করেছেন। কবে তিনি বিদায় নেবেন, তা তিনিই ঠিক করবেন। আমরা সব সময় তার পাশে থাকব।
আগামী ৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি আর্জেন্টিনার জন্য তেমন গুরুত্বপূর্ণ না হলেও, সমর্থকদের কাছে এটি এক আবেগময় মুহূর্ত হতে চলেছে। ধারণা করা হচ্ছে, এটিই হয়তো আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ অফিসিয়াল ম্যাচ।