ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৬:৫৮ পিএম
ছবি- সংগৃহীত

ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই মানেই চরম উত্তেজনা, যা মাঠের সীমানা ছাড়িয়ে ছুঁয়ে যায় দুই দেশের কোটি কোটি সমর্থককে। রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকায়, আইসিসি বা এসিসি ইভেন্টগুলোর জন্যই ভক্তদের অপেক্ষা করতে হয় এই মহারণ দেখতে।

তবে এবার সেই অপেক্ষার প্রহর ফুরোচ্ছে দ্রুতই, তাও এক ভিন্ন আঙ্গিকে। আগামী ৭ নভেম্বর হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ‘হংকং সিক্সেস’ টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।

জাতীয় দলের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত দল নিয়ে এই আসরে অংশ নিচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

জানা গেছে, ৫ ওভারের এই ফাস্ট-পেজড টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দলে থাকবে ৬ জন ক্রিকেটার। তিন দিন ধরে চলবে ক্রিকেটের এই আকর্ষণীয় লড়াই।

এই টুর্নামেন্টে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে

পুল এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা

পুল বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত

পুল সি: ভারত, পাকিস্তান, কুয়েত

পুল ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা

'পুল সি'-তে ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়ায় টুর্নামেন্টের শুরুতেই থাকছে বাড়তি উন্মাদনা। আগামী ৭ নভেম্বর দুই দলের প্রথম দিনের লড়াই ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।