২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিনজনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ রায়ের দিন ধার্য হতে পারে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম।
বুধবার এ-সংক্রান্ত শুনানির তৃতীয় কার্যদিবসে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শুনানি উপস্থাপন শেষ করেন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি হয়।
এ ছাড়া মামলার আসামি ও রাজসাক্ষী (অ্যাপ্রুভার) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী যায়েদ বিন আমজাদ।
এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল কোনো আইনজীবী নিয়োগ না করায় ট্রাইব্যুনাল তাদের পক্ষে অ্যাডভোকেট আমির হোসেনকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়। অ্যাডভোকেট আমীর হোসেন বলেন, ‘প্রসিকিউশনের অভিযোগগুলো সত্য নয় এবং এর ওপর সাক্ষ্যতে সঠিক তথ্য-প্রমাণ উঠে আসেনি। এই যুক্তি দেখিয়ে আসামিদের খালাসের আরজি জানিয়েছি।’
অন্যদিকে যায়েদ বিন আমজাদ বলেন, ‘চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ঘটনার ফুল অ্যান্ড ট্রু ডিজক্লোসার’ (সত্য ও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ) হওয়ার শর্তে অ্যাপ্রুভার হয়েছেন এবং তিনি তার সত্য ও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেছেন। তাই তিনি খালাস পাবেন বলে আশা করি।’
আজ এ মামলায় ট্রাইব্যুনালে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে।