ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সরফরাজের বাদ পড়া নিয়ে যা বললেন কংগ্রেস নেত্রী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১০:১৮ পিএম
ছবি- সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা সত্ত্বেও ভারতীয় দলের স্কোয়াডে সরফরাজ খানের সুযোগ না পাওয়া নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সরফরাজ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ১০টি টেস্টের স্কোয়াডে থাকলেও তাকে মাঠে নামানো হয়নি।

ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলেও সরফরাজ সম্প্রতি ১৭ কেজি ওজন কমিয়ে নিজেকে ফিট ঘোষণা করেছিলেন। ব্যাট হাতেও তিনি ভালো ছন্দেই ছিলেন। তবুও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে কিংবা আসন্ন দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে ভারত 'এ' দলের স্কোয়াডেও তার জায়গা হয়নি।

সরফরাজের এমন ধারাবাহিক উপেক্ষা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও, সম্প্রতি বিষয়টি রাজনৈতিক মোড় নিয়েছে। কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদ সরফরাজের বাদ পড়ার পেছনে ‘ধর্মীয় কারণ’ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

শামা মোহাম্মদ আজ সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) লেখেন, সরফরাজ খানকে কি ওর নামের পদবির (খান) কারণে দলে নেওয়া হলো না? কৌতূহলবশত জানতে চাইলাম আরকি! আমরা এ ব্যাপারে গৌতম গম্ভীরের অবস্থান জানি।

এরই পরিপ্রেক্ষিতে, বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা কংগ্রেস নেত্রীকে কড়া জবাব দিয়েছেন। তিনিও আজ দুপুরে শামার পোস্টটি 'এক্স'-এ শেয়ার করে লেখেন, এই নারী ও তার দল (কংগ্রেস) অসুস্থ।

‘এর আগে রোহিত শর্মাকে তিনি মোটা বলেছিলেন। এখন তিনি ও তার দল কি আমাদের ক্রিকেট দলকেও সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ করতে চান? দেশটাকে ভাগ করেও কি মন ভরছে না? এই দলের হয়েই তো মোহাম্মদ শামি ও খলিল আহমেদ খেলবে! সম্প্রদায় ও জাতের ভিত্তিতে ভারতকে বিভক্ত করা বন্ধ করুন।’