ময়মনসিংহের গৌরীপুরে কলেজছাত্র জহিরুল ইসলাম মিঠু (২৪) হত্যার দায়ে পলাতক সহোদর দুই ভাইকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস অভিযুক্তদের অনুপস্থিতিতে এ রায় দেন।
দ-িত এলবার্ট ডেবিট রকি ও এলবার্ট ডেবিট সেন্টু সহোদর ভাই। তারা উপজেলার পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লার এলবার্ট ডেবিট বাদলের ছেলে। দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে গতকাল এ রায় দেওয়া হয়।
নিহতের বাবা মোখলেছুর রহমান খান পাঠান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেশাদার খুনি ডেবিট রকি ও ডেবিট সেন্টুকে দিয়ে আমার একমাত্র ছেলে মিঠুকে নৃশংসভাবে হত্যা করে। সে অনার্স চুতর্থ বর্ষের ছাত্র ছিল। মৃত্যুদ-ের আদেশে আমরা অত্যন্ত খুশি।