এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ২৩টি নতুন এজেন্ট আউটলেটের উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মিজানুর রহমান ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে একযোগে এই আউটলেটগুলোর উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। অনুষ্ঠানে তারা গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের জনগণের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দিতে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই উদ্বোধনের মাধ্যমে বর্তমানে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ২৩৫টি আউটলেটে উন্নীত হয়েছে।

