ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

হ্যারি কেইনের সঙ্গে ‘রিটায়ারমেন্ট কনট্র্যাক্ট’ করতে যাচ্ছে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৭:৫৫ পিএম
ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ছবি- সংগৃহীত

ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন বর্তমানে ইউরোপীয় ফুটবলের মন জয় করছেন—এবং জার্মান ক্লাব এফসি বায়ার্ন মিউনিখ তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই ভাবছে।

স্পোর্ট-বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, মিউনিখ ক্লাব তাদের শীর্ষ স্ট্রাইকারের সঙ্গে সময়ের আগেই চুক্তি সম্প্রসারণের পরিকল্পনা করছে—সম্ভবত এমন একটি ‘রিটায়ারমেন্ট কনট্র্যাক্ট’ যা তাকে ক্লাবে দীর্ঘ সময় ধরে ধরে রাখতে সাহায্য করবে।

কেইনের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত রয়েছে। ৩২ বছর বয়সেও বায়ার্ন তাকে দীর্ঘমেয়াদিভাবে ধরে রাখতে চাইছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু তার অসাধারণ পারফরম্যান্সই নয়, বরং খেলায় তার ধরন—যেখানে তিনি শারীরিক সক্ষমতার চেয়ে ভিশন, প্রযুক্তি এবং ফুটবল বুদ্ধিমত্তার ওপর বেশি নির্ভর করেন—তাকে আরও বছরগুলো ধরে শীর্ষ পর্যায়ে রাখার সম্ভাবনা তৈরি করছে।

বায়ার্নের সিইও জান-ক্রিস্টিয়ান ড্রিসেন বলেন, ‘যদি কেউ আমাদের বলত যে হ্যারি কেইন মৌসুমের পর মৌসুম উন্নতি করবেন, আমরা হয়তো তাকে আরও বেশি দামের বিনিময়ে নিয়োগ দিতাম।’

স্পোর্ট-বিল্ডের খবর অনুযায়ী, বায়ার্ন মিউনিখ চুক্তি সম্প্রসারণে আগ্রহী, তবে আলোচনা ফেব্রুয়ারি মাসের আগে শুরু হওয়ার সম্ভাবনা কম। কারণ কেইনের চুক্তিতে একটি রিলিজ ক্লজ রয়েছে, যা ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর করা যায়।

জানা গেছে, ক্লাব যদি আগে সম্প্রসারণ করতে চায় তবে ক্লজটি কিনে চুক্তি পরিবর্তন করতে হবে, যা ব্যয়সাপেক্ষ।

বর্তমানে কেইন বায়ার্নে প্রায় ২৫ মিলিয়ন ইউরো বার্ষিক বেতন পান। সম্প্রসারণ হলে তার বেতন সমানভাবে রাখা হতে পারে বা পারফরম্যান্সভিত্তিক বোনাসের মাধ্যমে পুনর্গঠন হতে পারে।