কেইনের শেষ মুহূর্তের গোলে বায়ার্নের জয়
আগস্ট ২৮, ২০২৫, ০৩:০৭ পিএম
ডি-এফবি পোকালে যেন কোনো অঘটন না ঘটে, তা নিশ্চিত করলেন হ্যারি কেইন। শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে ৩-লিগার ক্লাব এসভি ওয়েহেনের বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে পরের রাউন্ডে উঠেছে বায়ার্ন মিউনিখ।
এসভি ওয়েহেনের দারুণ প্রতিরোধ ভাঙতে বায়ার্নের লেগেছে প্রায় পুরো ৯০ মিনিট। শেষ পর্যন্ত অবশ্য হ্যারি কেইনের জাদুকরি হেডে জয় নিশ্চিত হয়।
ম্যাচের...