দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ৪-০ ব্যবধানে হারিয়েছে ভের্ডার ব্রেমেনকে। এর মাধ্যমে বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন এই তারকা স্ট্রাইকার।
শুক্রবার রাতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকেই দাপুটে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ২২তম মিনিটে জোনাথন তাহর ব্যাকহিল শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় বায়ার্ন।
বিরতির আগে ৪৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এটি বুন্দেসলিগায় তাঁর টানা ১৮তম সফল স্পটকিক।
দ্বিতীয়ার্ধে ৬৫তম মিনিটে লুইস দিয়াজের শট ডিফ্লেক্ট হয়ে আসা বল ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন কেইন। আর ম্যাচের ৮৭তম মিনিটে কোনরাড লাইমারের দুর্দান্ত ওয়ান-টু পাসে চতুর্থ গোল করে জয় নিশ্চিত করে বাভারিয়ানরা।
এই জয়ের ফলে ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ১০ পয়েন্ট।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে সাইপ্রাসের পাফোসের বিপক্ষে মাঠে নামবে টমাস টুখেলের শিষ্যরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন