ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

পাচারকালে ২৯ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ৩ দালাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:৪০ এএম

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফ থেকে ২৯ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকাজে ব্যবহৃত নৌকা জব্দসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মেরিন ড্রাইভ সৈকত এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ টেকনাফের মহেশখালীয়া পাড়ার মৃত মোজাহার মিয়ার ছেলে মো. সলিম (৩৫), মজিবুর রহমানের ছেলে মো. নুরুল আবছার (১৯) ও উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-এ এর (এফসিএন নম্বর-১৪৬৭৯১) করিমুল্লাহর ছেলে মনসুর আলম (২২)।

গতকাল বুধবার বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গত মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ-২ বিজিবি মেরিন ড্রাইভ সৈকতে অভিযান চালায়। এ সময় মানব পাচারকারী চক্র গোপনে ২৯ জন রোহিঙ্গাকে একটি নৌযানে তুলে গভীর সাগর দিয়ে পাচারের জন্য প্রস্তুত করার সময় তাদের উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মানব পাচার চক্রের ৩ মূলহোতাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ২৯ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটককৃত ৩ জনের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।