ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

হেলমেট বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:৩৬ এএম

ঝিনাইদহে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে হেলমেট বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর ও ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মোটরসাইকেলচালকদের মধ্যে এই হেলমেট বিতরণ করা হয়। হেলমেট বিতরণে জেলা ট্রাফিক পুলিশ ও হইওয়ে পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

হেলমেট বিতরণের সময় উপস্থিত ছিলেনÑ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান-উল-কবীরসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।