ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

রাইফেল-গুলি উদ্ধার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:৩৫ এএম

সিলেটের জৈন্তাপুরে সাবরী নদী থেকে পরিত্যক্ত রাইফেল, একটি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা যায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাউরভাগ মৌল্লিফৌদ এলাকার সাবরী নদীতে গোসল করতে নামে এক কিশোর। কিছুক্ষণ পরই তার পায়ের সঙ্গে ধাতব বস্তুজাতীয় কিছু লেগে যায়। পরে পানি থেকে সেটি তুলে দেখে, একটি রাইফেল। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত জৈন্তাপুর মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীর পাড় থেকে রাইফেলটি উদ্ধার করে। তল্লাশির সময় পুলিশ রাইফেলের সঙ্গে একটি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি পায়।