বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন জামায়াত আমির। ডা. শফিকুর রহমান বলেন, ৪৭ থেকে আজকের দিন (২২ অক্টোবর) পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই।
জামায়াত আমির বলেন, এই অ্যাপলজি আমরা মিনিমাম তিনবার দিয়েছি। প্রফেসর গোলাম আজম সাহেব দিয়েছেন, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দিয়েছেন এবং আই মাইসেলফ আমি দিয়েছি। এই কিছুদিন আগে মাত্র, এটিএম আজহারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি, শুধু একাত্তর নয়, সাতচল্লিশ সাল থেকে শুরু করে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই; আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আজকের দিন পর্যন্ত।
তিনি প্রশ্ন রাখেন, আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি নাই এ কথা বলব কী করে? আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের ৯৯টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো একটা ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমার একটা ডিসিশনের জন্য আমার জাতির ক্ষতি হলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়? এখন মাফ চাওয়ার পরেও বলে এই ল্যাঙ্গুয়েজে চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে।
তিনি বলেন, বিনা শর্তে মাফ চাইলাম কোনো শর্ত দিলাম না, পরে আর বাকি থাকল কোনটা সেইটা তো বুঝলাম না আমি।
শেষে তিনি বলেন, আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম- সাতচল্লিশ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত, আজকে ২২ অক্টোবর এখনকার সময় (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) ৮টা ১১ মিনিট- এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাফ চাই।