আশুরার রোজায় এক বছরের গুনাহ মাফের সুযোগ
জুলাই ৫, ২০২৫, ১২:১৪ পিএম
পাপের ভারে জর্জরিত প্রতিটি হৃদয়ের একান্ত প্রার্থনা আল্লাহ যেন ক্ষমা করেন, মাফ করে দেন সব ভুল ও গাফিলতি। জীবন যত এগোয়, পেছনে জমতে থাকে অনুশোচনার দীর্ঘ তালিকা। তবে জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যেগুলো আমাদের পাপ-পঙ্কিলতার মাঝে নতুনভাবে ভাবতে শেখায়।
আমরা কোথায় যাচ্ছি, কাদের অনুসরণ করছি, আর কতটুকু প্রস্তুত আল্লাহর সামনে...