সম্প্রতি বিশিষ্ট কিডনি বিশেষজ্ঞ সার্জন প্রফেসর ডা. কামরুল ইসলামকে নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন, তিনি দেশে ভালো ডাক্তার পাচ্ছেন না। ডাক্তাররা নাকি হার্ট সঠিকভাবে শনাক্ত করতে পারছেন না। তাই তিনি প্রফেসর কামরুল ইসলাকে বলেছেন, ‘তুমি আমাকে ভালো ডাক্তার তৈরি করে দাও।’
স্বাস্থ্য উপদেষ্টার এরকম বক্তব্যের মাধ্যমে দেশের চিকিৎসকদেরকে অপমান করা হয়েছে বলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশের অন্যতম শীর্ষ চিকিৎসক নেতা জুলাই বিপ্লবের সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. জাহিদুল বারী।
ডা. জাহিদুল বারী বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা যে এ দেশের চিকিৎসাব্যবস্থা সম্পর্কে একেবারেই অজ্ঞ সেটা তার এই বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে। বাংলাদেশের চিকিৎসকগণ যতটা সমস্যাগ্রস্ত ব্যবস্থাপনার মধ্যে দিন-রাত এক করে রোগীদেরকে চিকিৎসা দেন সেটা পৃথিবীর অন্য কোনো দেশের ডাক্তাররা করেন না।’
তিনি বলেন, ‘আমাকে ভালো ডাক্তার তৈরি করে দাও’ বলে স্বাস্থ্য উপদেষ্টা তার স্বপদে থাকার বৈধতা হারিয়েছে। কেননা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং উন্নতমানের চিকিৎসক তৈরির দায়িত্বে তো তিনিই রয়েছেন। এ দায়িত্ব প্রফেসর কামরুল ইসলামের নয়। তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না এবং সেই দায় তিনি এ দেশের চিকিৎসকদের ওপর চাপিয়ে দিচ্ছেন।’
আওয়ামী ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে লড়াই করে আসা সাবেক জাতীয় ছাত্রনেতা ডা. জাহিদুল বারী স্বাস্থ্য উপদেষ্টাকে অনতিবিলম্বে তার দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করে চিকিৎসকদের নিকট ক্ষমা চাওয়ার অনুরোধ জানান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন