আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতি, লুটপাট এবং গণহত্যার দায় নিতে না চাওয়ার পর এবার ১৪ দলের শরিক দলগুলো রাজনীতিতে ফিরতে চাচ্ছে। ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক মিত্র হিসেবে দুই দশকের পথচলা নিয়ে তারা দুঃখ প্রকাশ করছে এবং স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসতে চাইছে।
১৪ দলের কয়েকজন নেতার মতে, গত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সঙ্গে ১৪ দলের শরিকদের সম্পৃক্ততা ছিল না। তবে অতীত সম্পর্কের কারণে এখনো তারা রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বেশ কয়েকজন মন্ত্রী-এমপি-নেতা গ্রেপ্তার হন এবং দলের বেশির ভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে যান। এ সময় ১৪ দলের শরিক দলগুলোও রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে।
ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাসদের হাসানুল হক ইনু হত্যা মামলার আসামি হয়ে কারাগারে আছেন। আর এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশাপাশি ১৪ দলকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে, যা শরিক দলগুলোর মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
তবে, প্রতিকূল পরিস্থিতিতেও ১৪ দলের কয়েকটি শরিক দলের রাজনৈতিক কার্যক্রম চালু রয়েছে। ওয়ার্কার্স পার্টি ও জাসদ ঘরোয়া বৈঠক এবং আলোচনায় অংশ নিচ্ছে। আরশ আলী নেতৃত্বাধীন গণতন্ত্রী পার্টি জাতীয় দিবসে অংশ নিয়েছে। তরীকত ফেডারেশন ও বাসদ (রেজাউর) নিজস্ব কার্যক্রম পরিচালনা করছে। বাকি শরিক দলগুলো, যেমন- জাতীয় পার্টি (জেপি), ন্যাপ, সাম্যবাদী দল, কমিউনিস্ট কেন্দ্র, গণআজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি এবং গণতন্ত্রী পার্টির (শাহাদাৎ) কোনো প্রকাশ্য কার্যক্রম নেই, তবে তারা নিজেদের মধ্যে টেলিফোনে যোগাযোগ রেখে রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে বলে জানা গেছে।
একাধিক সূত্র জানিয়েছে, ১৪ দলের শরিকরা বর্তমানে নিজেদের মধ্যে দুঃখ প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। তারা এখন দলীয় আদর্শ নিয়ে স্বাভাবিক রাজনীতি করতে চায়। তবে আওয়ামী লীগের মিত্র জোটে থাকার বিষয়টি তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।
গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার বলেন, “আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়েই আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটে যুক্ত হয়েছিলাম। তবে আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র হরণ, নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং দুর্নীতি-লুটপাটের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখি নাই।”
বাসদের (রেজাউর) আহ্বায়ক রেজাউর রশীদ খান বলেন, “‘গত ১৬ বছরে আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, তার দায়ভার সম্পূর্ণ তাদেরই। কোনো অবস্থায়ই ১৪ দল শরিকদের নয়। তারপরও এই যে আওয়ামী লীগের সঙ্গে একই জোটে ছিলাম, সে জন্য আমাদের দল দেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করে রাজনীতির স্বাভাবিক কর্মকাণ্ডে সক্রিয় হতে চায়।”
অন্য কয়েকটি শরিক দলও এ বিষয়ে তাদের সঙ্গে একমত পোষণ করেছে বলে জানান রেজাউর রশীদ খান।
সূত্র: সমকাল

 
                             
                                    


-20250303151226.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031183405.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন