ভাই-বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করার উৎসব হলো ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথি আজ ভাইদুজ বা ভ্রাতৃদ্বিতীয়া। এই দিনে বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেন এবং বলেন 'যমের দুয়ারে কাঁটা পড়বে, সম্পর্কের বন্ধন দৃঢ় হবে'। এরপর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। এর সঙ্গে চলে উপহার বিনিময় ও হরেক রকমের খাওয়াদাওয়ার পালা।
ভাইফোঁটা পালনের ক্ষেত্রে বিশেষ নিয়ম পালন করলে ভাইয়ের জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে বলে বোনেরা বিশ্বাস করেন। হিন্দু শাস্ত্রমতে নরকাসুরকে বধ করে ফেরার পর শ্রীকৃষ্ণ তার বোন শুভ্রদার কাছে আসেন। বোন শুভ্রদা শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে মিষ্টি খেতে দেন। এই দ্বিতীয়া তিথিতে সেই থেকে ভাইফোঁটা প্রচলন শুরু হয়।