ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ঢেলে সাজানো হচ্ছে উপজেলা-থানা আনসার কোম্পানি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১০:০৬ পিএম
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশে উপজেলা/থানা আনসার কোম্পানি ও ইউনিয়ন আনসার প্লাটুন সদস্যদের জন্য নতুনধারার মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

এর অংশ হিসেবে ধানমন্ডির বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে ঢাকা মেট্রোপলিটন আনসার-দক্ষিণ জোন আয়োজিত প্রশিক্ষণ পরিদর্শন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

পরিদর্শনকালে তিনি বলেন, ‘উপজেলা/থানা আনসার কোম্পানি সামাজিক অপরাধ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও ভিডিপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দীর্ঘদিন যথাযথ প্রশিক্ষণের ঘাটতিতে এ কাঠামো দুর্বল হয়ে পড়েছিল।’

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক বলেন, ‘চলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরণের মাধ্যমে উপজেলা আনসার কোম্পানিকে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে। ফলে তারা অন্যান্য বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গণপ্রতিরক্ষা ও জাতীয় প্রয়োজনে কাজ করতে সক্ষম হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি আনসার সদস্য যদি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব সম্পর্কে অবগত হয়, তবে তারা বাংলাদেশ আনসার ও ভিডিপির যোগ্য দেশপ্রেমিক প্রতিনিধি হিসেবে গড়ে উঠবে। এজন্যই শারীরিকভাবে সক্ষম, উত্তম চরিত্রের অধিকারী এবং তরুণ প্রজন্মভিত্তিক সদস্যদের বাছাই করা হয়েছে।’

নতুন এই প্রশিক্ষণ কার্যক্রমে আধুনিক নিরাপত্তা কৌশল এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের ধারণা যুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে যোগ্য সদস্যরা উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন, বিভিন্ন প্রকল্পভিত্তিক কর্মকাণ্ডে অংশ নেবেন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারবেন। পাশাপাশি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকেও তারা আর্থিক সহযোগিতা পাবেন।

রাষ্ট্রীয় নিরাপত্তা, দুর্যোগকালীন কার্যক্রম, সামাজিক শৃঙ্খলা রক্ষা, পূজা ও নির্বাচনসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে উপজেলা আনসার সদস্যরা সরাসরি ভূমিকা রাখবেন। একইসঙ্গে তাদের দায়িত্বপরিধি সুনির্দিষ্ট করা, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বাহিনীর সংস্কার পরিকল্পনার সঙ্গে সমন্বয় সাধন করা হবে।

এ প্রশিক্ষণ ২৬ আগস্ট থেকে শুরু হয়ে আট ধাপে সারা দেশে অনুষ্ঠিত হবে এবং আগামী ১০ জানুয়ারি ২০২৬ তারিখে সমাপ্ত হবে। প্রতিটি ধাপ হবে ১৪ দিনব্যাপী। ধাপে ধাপে মোট ৫২ হাজার ১৮৩ জন সদস্য এতে অংশ নেবেন।

মহাপরিচালকের এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসারের পরিচালক মো: আসাদুজ্জামান গনীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।